Thikana News
০৫ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫

দক্ষিণ আফ্রিকাকে ১২৩ রানে হারাল অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকাকে ১২৩ রানে হারাল অস্ট্রেলিয়া ছবি সংগৃহীত
পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ১২৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

ব্লুমফন্টেইনে ৯ সেপ্টেম্বর শনিবার অজিদের দেওয়া ৩৯৩ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ৪১.৫ ওভারে ২৬৯ রানে থেমে যায় প্রোটিয়াদের ইনিংস। কুইন্টন ডি কক ৪৫, তেম্বা বাভুমা ৪৬, হেইনরিখ ক্লাসেন ৪৯ ও ডেভিড মিলার ৪৯ রানের ইনিংস খেলেন। কিন্তু কেউই ফিফটি ছুঁতে পারেননি। অজিদের পক্ষে সর্বাধিক ৪ উইকেট নেন অ্যাডাম জাম্পা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া। আগের ম্যাচে অপরাজিত ৮০ রানের ইনিংসে দলকে জয় উপহার দেওয়া মার্নাস লাবুশেন এদিন সেঞ্চুরি উপহার দেন। সেঞ্চুরি হাঁকান ডেভিড ওয়ার্নারও। এই দুজনের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৯২ রানের বিশাল পুঁজি গড়ে অজিরা।

ওয়ার্নার পেয়েছেন ২০তম ওয়ানডে সেঞ্চুরি। ১২ চার ও ৩ ছক্কায় ৯৩ বলে ১০৬ রানরে ইনিংস খেলেছেন তিনি। লাবুশেন খেলেছেন ৯৯ বলে ১২৪ রানের ঝকঝকে এক ইনিংস। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় শতকের ইনিংসটি তিনি সাজিয়েছেন ১৯টি চার ও ১ ছক্কায়।

ওয়ার্নার-লাবুশেন ছাড়াও ফিফটি পেয়েছেন ট্রাভিস হেড ও জস ইংলিশ। হেড ৩৬ বলে ৬৪ রান করেছেন। ইংলিশ খেলেছেন ৩৭ বলে ৫০ রানের ইনিংস। ম্যাচসেরা হয়েছেন লাবুশেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স