টেক্সট বা বার্তা বিনিময় করুন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের সাথে। ৯১৭-৯০৯-২২৮৮ নম্বরে টেক্সট করলে এখন থেকে মেয়র নাগরিকদের টেক্সটের সরাসরি জবাব দেবেন। গত ১ সেপ্টেম্বর মেয়র এরিক অ্যাডামস এক বার্তায় সিটিবাসীকে তাঁর ফোন নাম্বার দিয়ে বার্তা বিনিময়ের এ আহ্বান জানিয়েছেন।
সিটি হল থেকে জানানো হয়েছে, এমন বার্তা বিনিময়ের ফলে পারস্পরিক সংযোগ বৃদ্ধি পাবে। সরাসরি মেয়রের কাছ থেকে সিটিবাসী যেকোন বিষয়ে জানতে পারবেন। এর ফলে সিটির বিধি-বিধান, কর্মসূচি সম্পর্কে নিয়মিত অবহিত হতে পারবেন নাগরিকরা। তারা তাদের কথা সরাসরি মেয়রকে জানাতে পারবেন। মেয়র অ্যাডামস নিউইয়র্ক সিটির ইতিহাসে এমন বার্তা সংযোগে সরাসরি নাগরিকদের যুক্ত করাকে ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেন।
তিনি বলেন, আমরা জানতে চাই সিটি কেমন করছে, সিটির নাগরিকরা কেমন আছেন। সিটিবাসীর সাথে সংযোগ স্থাপনের জন্য নতুন নতুন উপায় খোঁজা হচ্ছেÑ এমনটি জানিয়েছেন প্রধান প্রযুক্তি কর্মকর্তা ম্যাথিউ ফ্রেসার।
তিনি বলেন, প্রযুক্তি ব্যবহার করে নাগরিকদের জন্য জরুরি বিষয়গুলো সরাসরি জানিয়ে দেয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ এরমধ্যেই নেয়া হয়েছে। এরমধ্যে টাউন হল সভা, ইমেইল সংযোগের মাধ্যমে সিটি প্রশাসন নাগরিকদের সাথে সংযোগ স্থাপন করে আসছে।