Thikana News
১৯ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ১৯ অক্টোবর ২০২৪


 

ড. ইউনূসের মামলা প্রত্যাহার চেয়ে সুপ্রিম কোর্টের ৩০১ আইনজীবীর বিবৃতি

ড. ইউনূসের মামলা প্রত্যাহার চেয়ে সুপ্রিম কোর্টের ৩০১ আইনজীবীর বিবৃতি ছবি সংগৃহীত


নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলা হয়রানিমূলক মামলা প্রত্যাহার চেয়ে বিবৃতি দিয়েছেন সুপ্রিম কোর্টের ৩০১ আইনজীবী। ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ইউনূসের বিরুদ্ধে ফরমায়েশি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ অবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা এ দেশের আইনজীবী সমাজ মনে করি, শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বর্তমান সরকারের প্রতিহিংসা ও সরকারপ্রধানের ব্যক্তিগত আক্রোশ এবং নির্মম হিংসার শিকার। ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ফরমায়েশি বিচারের নামে যে বিচারিক হয়রানি, তা দেশে-বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন করছে। আইনজীবী হিসেবে আমরা দেশের সব নাগরিকের নিরাপত্তা ও আইনের সঠিক প্রয়োগ চাই।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা বাংলাদেশের সাংবিধানিক আদালতের আইনজীবীগণ সরকারের এহেন ফ্যাসিস্ট আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ফরমায়েশি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ অবিলম্বে বন্ধের জন্য এবং সব ধরনের হয়রানিমূলক চলমান মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।’

বিবৃতিতে সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ড. ফরিদুজ্জামান ফরহাদ, সৈয়দ মামুন মাহবুব, শাহ আহমেদ বাদল, জগলুল হায়দার, মাহবুবুর রহমান খান, গাজী কামরুল ইসলাম সজল, মোহাম্মদ আলী, ব্যারিস্টার মরিয়ম ই খন্দকার ও ফেরদৌস আখতার ওয়াহিদাসহ ৩০১ জন স্বাক্ষর করেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স