Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

সেপ্টেম্বরের প্রথম ৬ দিনেই ডেঙ্গুতে ৭৮ জনের মৃত্যু

সেপ্টেম্বরের প্রথম ৬ দিনেই ডেঙ্গুতে ৭৮ জনের মৃত্যু ছবি সংগৃহীত
চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ছয় দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগটিতে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২১৪ জন। আর এক দিনে ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৬৭১ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ১১৫ জন।

৬ সেপ্টেম্বর বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময়ের মধ্যে ঢাকায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ৮৩৩ জনের। ঢাকার বাইরে শনাক্ত হয়েছে ১ হাজার ২৮২ জনের। আর গত ২৪ ঘণ্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২ হাজার ১০৬ জন। এর মধ্যে ঢাকার ৯২৬ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ১৮০ জন।

নতুন শনাক্তসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ২২ জনে। এর মধ্যে ঢাকায় ৬৩ হাজার ২৭৩ জন এবং ঢাকার বাইরে ৭৪ হাজার ৭৪৯ জন। এখন পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১ লাখ ২৮ হাজার ২২৪ জন। আর হাসপাতালে ভর্তি আছে ৯ হাজার ১২৭ জন।

আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৭১ হাজার ৯৭৬ জন। এ সময় ডেঙ্গুতে ৩৪২ জনের মৃত্যু হয়।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স