Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


সালমান শাহ হত্যা মামলায় স্ত্রী সামিরাসহ দুইজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সালমান শাহ হত্যা মামলায় স্ত্রী সামিরাসহ দুইজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছবি : সংগৃহীত



 
অভিনেতা সালমান শাহ হত্যা মামলায় তার স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ওরফে ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ২৭ অক্টোবর (সোমবার) ঢাকার একটি আদালত এ আদেশ দেন।

ঢাকা মহানগর হাকিম সাইফুজ্জামান রমনা থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আতিকুল আলম খন্দকারের দাখিল করা আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা গত ২২ অক্টোবর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

প্রায় ২৯ বছর পর, চলতি বছরের ২১ অক্টোবর রমনা থানায় সালমান শাহর মৃত্যুর ঘটনায় ১১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলাটি করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর।

তিনি দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় মামলাটি দায়ের করেন। আসামিরা হলেন- সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, এ সাত্তার, সাজু ও রিজভি আহমেদ ফারহাদ।

এর আগে, ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রমনা থানার ওসিকে সালমান শাহর ‘অস্বাভাবিক মৃত্যু’ মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স