Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


আগামী নির্বাচনে ৩০০ আসনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১

আগামী নির্বাচনে ৩০০ আসনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১ ছবি : সংগৃহীত



 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারাদেশে ৩০০ সংসদীয় আসনে চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি। ২৭ অক্টোবর (সোমবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। 

তিনি জানান, মোট ৬৪টি জেলায় এই ভোটকেন্দ্রগুলো স্থাপন করা হয়েছে। ভোটকেন্দ্রে মোট কক্ষের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি, যেখানে পুরুষ ভোটারদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি কক্ষ এবং মহিলাদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ রাখা হয়েছে।

অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা প্রাথমিকভাবে ১৪টি নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রায় ১২ হাজার ভোটকক্ষ থাকবে। প্রতিটি কক্ষে গড়ে তিন হাজার ভোটার থাকবেন। এটি ‘ক্যাচমেন্ট এরিয়া’ হিসেবে ধরা হয়েছে এবং প্রয়োজন অনুসারে সংখ্যা সামঞ্জস্য করা হবে।

এখনই উল্লেখযোগ্য, ইসির খসড়া অনুযায়ী আগে ৪২ হাজার ৬১৮টি ভোটকেন্দ্র ছিল। এর আগে দ্বাদশ সংসদ নির্বাচনে এই সংখ্যা ছিল ৪২ হাজার ১৪৮টি। তবে ভোটকেন্দ্র বেড়েছে সত্ত্বেও, আসন্ন নির্বাচনে ভোটকক্ষের সংখ্যা আগের তুলনায় কমে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি, যেখানে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকক্ষ ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি।

ঠিকানা/এএস

কমেন্ট বক্স