Thikana News
২৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

থাইল্যান্ড-কাম্বোডিয়ার ‘শান্তিচুক্তি’ অনুষ্ঠানে যোগ দিতে মালয়েশিয়ায় ট্রাম্প

থাইল্যান্ড-কাম্বোডিয়ার ‘শান্তিচুক্তি’ অনুষ্ঠানে যোগ দিতে মালয়েশিয়ায় ট্রাম্প ২৬ অক্টোবর কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর এয়ার ফোর্স ওয়ান থেকে হেঁটে যাওয়ার সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের (ডানে) সঙ্গে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বামে)। ছবি: এএফপি



 
দীর্ঘদিনের সীমান্ত বিরোধ মীমাংসার লক্ষ্যে থাইল্যান্ড ও কাম্বোডিয়ার মধ্যে একটি ‘শান্তিচুক্তি’ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে আজ ২৬ অক্টোবর (রবিবার) এই চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। গত জুলাইয়ের শেষদিকে ট্রাম্পের বাণিজ্যিক চাপের পর দুই দেশের মধ্যে পাঁচ দিনের সংঘর্ষ থেমে গিয়ে যুদ্ধবিরতি কার্যকর হয়। সে সময় সংঘাতে অন্তত ২৪ জনের প্রাণহানি ঘটে। খবর বিবিসির।

ট্রাম্প এই সফরে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আসিয়ান শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন। এক সপ্তাহব্যাপী এশিয়া সফরের অংশ হিসেবে তিনি মালয়েশিয়া ছাড়াও জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন।

জাপানে তিনি সদ্য দায়িত্ব নেওয়া নতুন প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক করবেন, আর দক্ষিণ কোরিয়ার গেয়ংজু শহরে অনুষ্ঠিতব্য এপেক সম্মেলনে অংশ নেবেন।

এ সফরের মূল আকর্ষণ হবে ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট সি জিন পিংয়ের বৈঠক, যা অনুষ্ঠিত হবে এপেক সম্মেলনের সাইডলাইনে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পের এই সফর এশিয়া অঞ্চলে নতুন কূটনৈতিক সমঝোতা ও বাণিজ্য আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স