Thikana News
২৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

আসিফ আকবরের গানে মোহিত প্রবাসীরা

আসিফ আকবরের গানে মোহিত প্রবাসীরা



 
আসিফ আকবর বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী। বিশ্বব্যাপী বসবাসরত বাংলা ভাষাভাষীদের কাছে রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা। তার ভরাট কণ্ঠ, গায়কি ভঙ্গি অনেক দর্শক-শ্রোতাকে করেছে আকৃষ্ট। তার রয়েছে অসংখ্য জনপ্রিয় গান। তিনি ১৯ অক্টোবর নিউইয়র্কের আমাজুড়া হলে দর্শক-শ্রোতাদেরকে তার গান শুনিয়ে মোহিত করলেন। অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা সাড়ে সাতটায়, চলে রাত এগারোটা পর্যন্ত।
জ্যামাইকার আমাজুড়া কনসার্ট হলে আসিফ আকবর, রানো নেওয়াজ, আতিয়া আনিশা ও অনিক রাজ- এই চারজনের গান নিয়ে এই কনসার্টের আয়োজন করে গোল্ডেন এজ নাইট শিরোনামে এর আয়োজক প্রতিষ্ঠান গ্যালাক্সি মিডিয়া ও আয়ার এন্টারটেইনমেন্ট। আর অনুষ্ঠানের প্রেজেন্ট বাই গোল্ডেন এজ হোম কেয়ার। পাওয়ার্ড বাই নিউইয়র্ক সিনিয়র এডাল্ট ডে কেয়ার। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সিলভার টিকিটের মূল্য ছিল ৩৫ ডলার, গোল্ড টিকিট ৫৫ ডলার, প্রিমিয়াম টিকিট ৭৫ ডলার এবং ভিআইপি টিকিট ১৫০ ডলার। আয়োজকেরা জানান, তারা দর্শক-শ্রোতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পান। হলে দর্শক-শ্রোতাদের উপচে পড়া ভিড় ছিল। অনুষ্ঠানে আসিফ আকবর ছাড়াও সংগীতশিল্পী ছিলেন রানো নেওয়াজ, আতিয়া আনিশা ও অনিক রাজ।
শিল্পীদের গান শুনে দর্শক-শ্রোতা মুগ্ধ হন। তারা এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য গ্যালাক্সি মিডিয়াকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স