মিয়ানমারের সামরিক জান্তার জরুরি চিকিৎসা সেবার অনুরোধ প্রত্যাখ্যান করায় দেশটির ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি’র (৭৮) স্বাস্থ্য নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তার ছেলে। তার দাবি কারাগারে অসুস্থ অবস্থায় রয়েছেন সু চি। দ্য ইন্ডিপেনডেন্টের সঙ্গে কথা বলার সময়, কিম অ্যারিস তার মায়ের পরিণতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, তার বিশ্বাস সু চি বমি ও গুরুতর মাথা ঘোরা অনুভব করছেন।
তার মা খেতে অক্ষম, তার জীবন ঝুঁকিতে রয়েছে বলেও দাবি করেন সু চি’র ছেলে। মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষের দ্বারা জরুরি চিকিৎসা সেবার অনুরোধ প্রত্যাখ্যান করার পর অং সান সুচির স্বাস্থ্য নিয়ে আশঙ্কা বাড়ছে জানিয়ে তার কনিষ্ঠ পুত্র জান্তাকে তার মায়ের বিষয়ে নিষ্ঠুর সিদ্ধান্ত বলে দাবি করেছেন।
ঠিকানা/এম