চলতি বছরে আন্তর্জাতিক স্মার্টফোনের বাজার খুব একটা ভালো যাচ্ছে না। কারণ আগের কয়েকটা প্রান্তিকে স্মার্টফোনের সরবরাহ অনেকটাই কমে গেছে। আইডিসির একটি প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে সমগ্র বিশ্বে স্মার্টফোন সরবরাহ যে অনেকটাই কমে যাবে তার পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিলো।
আইডিসির এই রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের স্মার্টফোন সরবরাহ ২০২৩ সালে গতবছরের তুলনায় ৪.৭ শতাংশ হ্রাস পেয়ে ১.১৫ বিলিয়ন ইউনিটে পৌঁছেছে, যা এক দশকে সর্বনিম্ন।
আইডিসি বলছে, বিভিন্ন আইফোন মডেলের জন্য আইওএস ডিভাইসের সরবরাহ ২০২৩ সালে ১.১% বৃদ্ধি পেতে পারে বলে আশা করা হচ্ছে। এরফলে আইওএস ডিভাইসের শেয়ার ১৯.৯ শতাংশে পৌঁছাবে। আর এই প্রত্যাশিত বৃদ্ধির মূল কারণ হলো, আইওএস অ্যান্ড্রয়েডের তুলনায় জনপ্রিয় হয়ে উঠছে।
চীন, এশিয়া এবং লাতিন আমেরিকায় অ্যান্ড্রয়েড ফোনের বিক্রি যথাক্রমে ৩.৬ শতাংশ, ৪.৪ শতাংশ এবং ৬.২ শতাংশ হ্রাস পেয়েছে। এছাড়াও, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপে যথাক্রমে ৩.৮ শতাংশ এবং ৬.১ শতাংশ শিপমেন্ট হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। যদিও ২০২৩ সাল শেষ হতে এখনো অনেকটা বাকি। তবে আইডিসি আশা করে যে, ২০২৪ সালে স্মার্টফোনের বাজার ৪.৫ শতাংশ বৃদ্ধি পাবে।
ঠিকানা/এসআর