হঠাৎ করে ইউএস ডলারের রেট পড়ে গেছে। রেমিট্যান্স বাবদ বাংলাদেশের ব্যাংকগুলোকে সরকার ডলারের রেট সর্বোচ্চ ১০৭ ডলার নির্ধারণ করে দিয়েছে। ফলে সোমবার থেকে প্রবাসী রেমিট্যান্সে একপ্রকার ধস নেমেছে। ঈদের আগে ডলারের রেট কম থাকলে রেমিট্যান্স প্রবাহ অর্ধেকের নিচে নেমে আসবে।
নিউইয়র্কে মানি একচেঞ্জের কর্মকর্তারা বলছেন- সারা বিশ্বে ডলারের বাজার চাঙ্গা। অথচ বাংলাদেশে ডলারের দাম জোর করে বেঁধে দেওয়া হচ্ছে। এটি একটি আত্মঘাতি সিদ্ধান্ত।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি মানি এক্সচেঞ্জের শীর্ষস্থানীয় কর্মকর্তা ঠিকানাকে বলেন, ডলারের রেট ১০৭ ডলার নির্ধারণ করায় রেমিট্যান্স পাঠানোতে ধস নেমেছে, যা অর্ধেকেরও কম। সরকার সিদ্ধান্ত পরিবর্তন না করলে হুন্ডির ব্যবহার বাড়বে। এতে আরো বেশী বিপর্যয় নেমে আসবে।
ওই কর্মকর্তা বলেন, গত দুদিনে রেমিট্যান্স এতটাই কমেছে যে তারা এখন থেকে ফি নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ফি না নিলে তাদের ব্যবসায়ও ধস নামবে। তিনি বলেন, অনেকে রেমিট্যান্স পাঠাতে এসে ফেরত যাচ্ছেন। বলছেন, রেট না বাড়লে আপাতত দেশে টাকা পাঠাবেন না।
উল্লেখ্য, গত ১ এপ্রিল শনিবার পর্যন্ত প্রতি ডলার রেট ছিল ১১২ থেকে ১১৩ টাকা। এখন তা সর্বোচ্চ ১০৭ টাকা।