Thikana News
১৫ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
চাকসু নির্বাচন

আঙুলের অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ ছাত্রদল-শিবিরের ভিপি প্রার্থীর

আঙুলের অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ ছাত্রদল-শিবিরের ভিপি প্রার্থীর ছবি : সংগৃহীত



 
চলছে বহুল কাঙ্ক্ষিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। তিন যুগের বেশি সময় পর নির্বাচন উৎসব ঘিরে, ছাত্র-ছাত্রীদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। তবে এরই মধ্যে ভোটারের আঙুলে অমোচনীয় যে কালি দেয়া হচ্ছে, তা মুছে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন ও ছাত্রশিবিরের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন। আজ ১৫ অক্টোবর (বুধবার) সকালে ভোটকেন্দ্রে ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুই দলের ভিপি প্রার্থী এ অভিযোগের কথা বলেন।

ছাত্রদলের ভিপি প্রার্থী বলেন, ভোট দিয়েছি কিন্তু হাতে কোনো অমোচনীয় কালি নেই। এই কালিটা মুছে যাচ্ছে। নির্বাচন কমিশনারকে এ বিষয়ে জানিয়েছিলাম, যাতে কেউ একাধিক ভোট প্রয়োগ করতে না পারে।

তিনি আরও বলেন, এখানে জালভোট পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদি শান্তিপূর্ণ নির্বাচন হয়, সেই ফলাফল আমরা মেনে নেব। তবে আমাদের বারবার দাবি ছিল—একটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে যে কালি দেয়া হবে, সেটা যাতে মুছে না যায়। কারণ যখন কালি মুছে যায়, তখন সেই ভোটার একাধিক ভোট দিতে পারেন।

ছাত্রশিবিরের ভিপি প্রার্থী বলেন, ভোটের পরিবেশ খুব ভালো। মাত্র ভোট দিয়ে বের হয়ে আসলাম। আসার পরে আপনাদের সামনে (সাংবাদিক) মুছছি। এই কালিটা মুছে যাচ্ছে। এই কালিটা কিন্তু মুছনীয় নয়। আমরা বলেছিলাম একটা অমোচনীয় কালি যেন ব্যবহার করা হয়। প্রশাসন এ ব্যাপারে কতটুকু দায়িত্ব পালন করেছে, আমি জানি না। ভোটারদের শঙ্কিত হওয়াটাই স্বাভাবিক। সাংবাদিকদের চোখ-কান খোলা রাখার অনুরোধ জানান তিনি।

এবার ভোটার প্রায় ২৭ হাজার ৫১৬ জন। এর মধ্যে ছাত্রী সংখ্যা ১১ হাজার ১৫৬। নির্বাচনে লড়তে প্রার্থী হয়েছেন ৯০৮ জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৬ পদে লড়ছেন ৪১৫ প্রার্থী। একই সঙ্গে ১৪টি হল ও ১টি হোস্টেলে প্রার্থী হয়েছেন ৪৯৩ জন।

কেন্দ্রীয় সংসদে সহসভাপতি (ভিপি) পদে ২৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২ জন ও সহসাধারণ সম্পাদক পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স