ওয়ানডেতে এক সময় নিয়মিত দাপট দেখানো বাংলাদেশের হঠাত যেন বড় পতনই হলো। টি-টোয়েন্টি একই ম্যাচের সিরিজে মোটামুটি শক্তিশালী আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলেও প্রিয় ফরম্যাটে মুখ থুবড়ে পড়ল।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২০০ রানের লজ্জার হার দেখেছে বাংলাদেশ। এই হারে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশও হলো মেহেদী হাসান মিরাজের দল। ১৪ অক্টোবর (মঙ্গলবার) আবুধাবিতে খেলছে বাংলাদেশ ও আফগানিস্তান। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মুখোমুখি হয় তারা। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী।
হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামা টাইগারদের বেধড়ক পিটিয়ে ২৯৩ রান তুলেছে আফগানিস্তান। ৯ উইকেট হারিয়ে এই সংগ্রহ গড়ে তারা। জবাবে ব্যাট করতে নেমে ২৭.১ ওভারে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
২৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিলাল সামি ও রশিদ খানের তোপের মুখে পড়ে বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। রশিদের বলে বোল্ড হওয়া সাইফ ৫৪ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৪৩ রান করেন।
ক্যারিয়ারে মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা ফাস্ট বোলার সামি ৫টি উইকেট দখল করেন। এছাড়া রশিদ ৩টি উইকেট পান।
এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৬ ওভারে বিনা উইকেটে ৯৯ রান তোলে আফগানরা। অবশেষে ব্রেকথ্রু এনে দেন তানভীর ইসলাম। ৪৪ বলে ৪২ রান করা রহমানউল্লাহ গুরবাজকে এলবি করেন তিনি। এরপর সেদিকুল্লাহ আতালকে নিয়ে ফের লম্বা জুটি গড়েন ওপেনার ইব্রাহিম জাদরান। সাইফ হাসানের বলে আউট হওয়ার আগে ২৯ রান করেন আতাল।
মাঝে অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি ও ইকারম আলিখিলকে দ্রুত ফিরিয়ে আরও ২টি উইকেট তুলে নেন সাইফ। তবে রান আউট হয়ে সেঞ্চুরি বঞ্চিত হন জাদরান। তিনি ১১১ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৯৫ রান করেন। কিন্তু শেষ দিকে অভিজ্ঞ মোহাম্মদ নবি ঝড়ো ফিফটিতে তিনশ ছোঁয়া সংগ্রহ পায় আফগানরা। এই ডানহাতি শেষ পর্যন্ত ৩৭ বলে ৬২ রানে অপরাজিত থাকেন। তিনি ৪টি চার ও ৫টি ছক্কা হাঁকান।
বাংলাদেশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান সাইফ। আর ২টি করে উইকেট দখল করেন হাসান মাহমুদ ও তানভীর।
এ ম্যাচে চার পরিবর্তন এনে একাদশে সাজিয়েছে বাংলাদেশ। ফেরানো হয়েছে মোহাম্মদ নাইম শেখ, শামীম হোসেন, হাসান মাহমুদ ও নাহিদ রানাকে। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন ওপেনার তানজিদ হাসান, মিডল অর্ডার ব্যাটসম্যান জাকের আলি এবং দুই পেসার তানজিম হাসান ও অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান।
এদিকে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় পাওয়া চোটে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন আফগানিস্তানের রহমত শাহ। তাই আফগানিস্তানের একাদশে একটি পরিবর্তন অবধারিত ছিল। সঙ্গে আরেকটি বদল এনে বাংলাদেশের বিপক্ষে নামছে তারা। রহমত শাহর জায়গায় ইকরাম আলিখিলকে একাদশে ফিরিয়েছে আফগানরা।
ঠিকানা/এএস