Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ডেঙ্গু কেড়ে নিল আরও ১২ প্রাণ

ডেঙ্গু কেড়ে নিল আরও ১২ প্রাণ ছবি সংগৃহীত
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৪৬। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ৮২৩ জন।

৪ সেপ্টেম্বর সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময়ের মধ্যে ঢাকায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ১ হাজার ৫ জনের। ঢাকার বাইরে শনাক্ত হয়েছে ১ হাজার ৮১৮ জনের। আর গত ২৪ ঘণ্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২ হাজার ৫৮৭। এর মধ্যে ঢাকার ৮৭৭ জন ও ঢাকার বাইরে ১ হাজার ৭১০ জন।

নতুন শনাক্তসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার ১৩৪। এর মধ্যে ঢাকায় ৬১ হাজার ৪৮৯ জন এবং ঢাকার বাইরে ৭১ হাজার ৬৪৫ জন। এখন পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৪১৯। আর হাসপাতালে ভর্তি আছেন ৯ হাজার ৬৯ জন।

আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৭১ হাজার ৯৭৬। এ সময় ডেঙ্গুতে ৩৪২ জনের মৃত্যু হয়।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স