Thikana News
১৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

প্রথম দেখাতেই দক্ষিণ আফ্রিকাকে হারাল নামিবিয়া

প্রথম দেখাতেই দক্ষিণ আফ্রিকাকে হারাল নামিবিয়া ছবি সংগৃহীত



 
প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া। শনিবার (১১ অক্টোবর) নামিবিয়ার উইন্ডহুকে এফএনবি নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিল দুই দল। আর প্রথম দেখাতেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল নামিবিয়া।

১৩৫ রানের লক্ষ্যে নেমে নামিবিয়া ম্যাচ জিতেছে ইনিংসের শেষ বলে ৪ উইকেট হাতে রেখে।

দলীয় ১০১ রানে ৬ উইকেট হারায় নামিবিয়া। সপ্তম উইকেটে জানে গ্রিন ও রুবেন ট্রাম্পেলমানের অবিচ্ছেদ্য জুটিতে ম্যাচ জেতে নামিবিয়া। গ্রিন ২৩ বলে ৩০ এবং রুবেন ৮ বলে ১১ রানে অপরাজিত থাকেন।

ইনিংসের শেষ ওভারে দরকার ছিল ১১ রান। আন্ডিল সিমেলানের করা প্রথম বলেই ছক্কা হাঁকান গ্রিন। পরের তিন বলে আসে ৪ রান। পঞ্চম বলটি ডট হয়। ফলে শেষ বলে দরকার ছিল ১ রান। গ্রিন চার মেরে দলকে জয় এনে দেন।

পাকিস্তানের বিপক্ষে রোববার লাহোরে টেস্ট খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। ফলে নামিবিয়ার বিপক্ষে প্রোটিয়াদের পূর্ণ শক্তির দল ছিল না। তবে যারা খেলেছেন দক্ষিণ আফ্রিকা দলে তাদের সবারই আগে জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে।

টস জিতে আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে করে ৮ উইকেটে ১৩৪ রান। অবসর ভেঙে ফেরা কুইন্টন ডি কক করেন ৪ বলে ১ রান। জেসন স্মিথ ইনিংস সর্বোচ্চ ৩১ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে রুবিন হারমানের ব্যাট থেকে।

২৮ রানে ৩ উইকেট নেন রুবেন ট্রাম্পেলমান। তিনিই হয়েছেন ম্যাচসেরা।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স