Thikana News
১৫ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সবচেয়ে বড় জয় তুলে নিলো ব্রাজিল

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সবচেয়ে বড় জয় তুলে নিলো ব্রাজিল ছবি : সংগৃহীত



 
ব্রাজিলের মুহুর্মুহু আক্রমণে দক্ষিণ কোরিয়া ছিল কোণঠাসা। ম্যাচের ফলই সেটার জানান দেয়। এশিয়ার দেশটির জালে ৫ গোল দিয়েছে তারা। সে তুলনায় সন হিয়ং মিনরা কিছুই করতে পারেননি, তাদের একটা শট ফিরিয়ে দিয়েছেন বেন্তো।

সিউল বিশ্বকাপ স্টেডিয়ামের প্রীতি ম্যাচটিতে ৫-০ গোলে জিতেছে ব্রাজিল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এটা তাদের সবচেয়ে বড় জয়, আগের ৮ দেখায় বড় জয়টি ছিল ২০২২ সালে, ৫-১ ব্যবধানে। আজকের জয়ে জোড়া গোলের দেখা পেয়েছেন এস্তেভাও উইলিয়ান ও রদ্রিগো। অন্য গোলটি ভিনিসিউস জুনিয়রের।

ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ব্রুনো গুইমারেসের রক্ষণছেঁড়া পাস ডি বক্সের ভেতর গিয়ে ধরেন এস্তেভাও। তখন তার সামনে কোরিয়া গোলরক্ষক বাদে আর কেউ নেই। চিপ করে বল জালে পাঠিয়ে ব্রাজিলকে ১-০ গোলে এগিয়ে দেন তিনি।

বিরতির আগে রদ্রিগোর গোলটা ছিল দলগল নৈপুণ্যের সুন্দর প্রদর্শনী। ৪০ মিনিটে ডানপ্রান্ত দিয়ে আক্রমণে উঠলেও মাঝমাঠ হয়ে বল যায় বাঁপ্রান্তে ভিনিসিউস জুনিয়রের কাছে। ডি বক্সের বাইরে থেকে রদ্রিগোর দিকে পাস দেন তিনি। কিন্তু রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড পাস না ধরে সুযোগ করে দেন ক্যাসেমিরোকে, নিজে উঠে যান একটু ওপরে। ক্যাসেমিরো প্রথম স্পর্শেই তাকে বল বাড়িয়ে দেন। রদ্রিগো বল নিয়ে দুই বল বাঁক দিয়েই দূরের কোণা দিয়ে জাল কাঁপান।

দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটের মধ্যে ঝড় তুলে ব্রাজিল আরও দুই গোল আদায় করে নেয়। এবারের ধারাটাও আগের মতোই, প্রথমে এস্তেভাওয়ের গোল, এরপর রদ্রিগো। ৪৭ মিনিটে কিম মিন-জাই বল ক্লিয়ার করতে চেয়েছিলেন। সেই বল পেয়েই এস্তেভাও জোড়া গোল পূর্ণ করেন। ৪৯ মিনিটে ক্যাসেমিরো বল বাড়িয়ে দেন ভিনিসিউসকে, ভিনিসিউস ফাঁকায় থাকা রদ্রিগোকে। ছোট শটে জাল খুঁজে নেন ২৪ বছর বয়সি ফরোয়ার্ড।

৭৭ মিনিটে ভিনিসিউসের গোলের একটু আগে দক্ষিণ আফ্রিকার প্রায় সবাই ছিলেন ব্রাজিল অর্ধে। ব্রাজিল উঠে কাউন্টার অ্যাটাকে, মাঝমাঠে দাঁড়িয়ে থাকা ভিনিকে লম্বা পাস দেন ম্যাথুস কুনহা। ভিনি পাস ধরে চলে যান ডি বক্সে, তাকে তাড়া করেন এক কোরিয়ান খেলোয়াড়। তাকে ও গোলরক্ষককে ফাঁকি দিয়েই রিয়াল মাদ্রিদ তারকা দলের পঞ্চম গোল আদায় করে নেন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স