Thikana News
১৫ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

১২ বছর পর বিশ্বকাপের চূড়ান্ত পর্বে আলজেরিয়া

১২ বছর পর বিশ্বকাপের চূড়ান্ত পর্বে আলজেরিয়া



 
ব্রাজিলে সবশেষ অনুষ্ঠিত আসরের ১২ বছর পর ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফিফা ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল আলজেরিয়া। আফ্রিকা অঞ্চলের ‘জি’ গ্রুপের ম্যাচে সোমালিয়াকে হারিয়ে আগামী বছর অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের টিকিট পেল তারা।

৯ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে মিলউদ হাফেদি স্টেডিয়ামে বাছাইপর্বের ম্যাচে সোমালিয়াকে ৩-০ গোলে হারিয়েছে দ্য ডেজার্ট ফক্সরা। নিজে জাল খুঁজে নেওয়ার আগে ও পরে মোহামেদ আমোরাকে জোড়া অ্যাসিস্ট করেন মাহরেজ।

ম্যাচের ৭ম মিনিটেই ডেডলক ভেঙে লিড আদায় করে নেয় আলজেরিয়া। ডি-বক্সের ডানদিক থেকে মাহরেজের ক্রসে খুব কাছ থেকে জাল কাঁপান ফাঁকায় থাকা আমোরা।

১২ মিনিট পর মাহরেজ নিজেই নাম লেখান গোলদাতাদের তালিকায়। তার বাঁ পায়ের শট জালে জড়ালে চালকের আসনে বসে পড়ে কোচ ভ্লাদিমির পেতকোভিচের দল। ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পরও আধিপত্য বজায় রেখে খেলতে থেকে আলজেরিয়া। দ্বিতীয়ার্ধের ১২তম মিনিটে ফের মাহরেজের নিখুঁত ক্রসের সুবাদে হেডে নিশানা ভেদ করেন আমোরা। বাকি সময়ে আর কোনো গোল না হলেও শেষ বাঁশির সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে দলটি।

২০১৪ সালের পর প্রথম ও সব মিলিয়ে পঞ্চমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে আফ্রিকার দেশটি। ২০তম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আলজেরিয়া।

এর আগে, ১৯৮২, ১৯৮৬, ২০১০ এবং ২০১৪ সালের বিশ্বকাপ খেলেছে তারা। সবশেষ ২০১৪ বিশ্বকাপে শেষ ১৬-তে খেলেছিল দলটা।

উল্লেখ্য, আগামী বছরের ১১ জুন মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যে ৪৮ দলের মধ্যে ২০টি দল তাদের টিকিট নিশ্চিত করেছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স