Thikana News
১৫ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

৪ গোল করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

৪ গোল করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ছবি : সংগৃহীত



 
অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নাইজেরিয়াকে ৪-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আর তাতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে আলবিসেলেস্তেরা।

দুই বছর আগে যুবাদের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল আর্জেন্টিনায়। সেবার শেষ ষোলোয় নাইজেরিয়ার কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল স্বাগতিকরা। সেই হারের প্রতিশোধ এবার নিলো সিলভেত্তিরা।

চিলির সান্তিয়াগো ন্যাশনাল স্টেডিয়ামে খেলার শুরু থেকেই নাইজেরিয়ার ওপর প্রাধান্য বিস্তার করে আর্জেন্টিনা। ম্যাচের ১ মিনিট ৬ সেকেন্ডের মাথায় গোল পেয়ে যান আলেখো সারকো। ডিলান গোলোসিতোর পাস থেকে দলকে এগিয়ে নেন তিনি। দ্বিতীয় গোলটা এসেছে ২৩ মিনিটে। ফ্রি কিক থেকে লক্ষ্যভেদ করেন মাহের কারিজো। বিরতির পর ৫৩ মিনিটে বাঁ পায়ের শটে তিনি আরও একটি গোলের দেখা পান। ৬৬ মিনিটে দারুণ এক গোল উপহার দেন ইন্টার মায়ামিতে খেলা উইঙ্গার মাতেও সিলভেত্তি।

আগামী ১২ অক্টোবর (রবিবার) বাংলাদেশ সময় ভোর ৫টায় কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর মুখোমুখি হবে আকাশি-সাদারা।

এদিকে, শেষ ষোলোয় অন্য ম্যাচে জাপানকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্সও। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ নরওয়ে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স