Thikana News
১৫ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

বিসিবির নিয়োগপ্রাপ্ত পরিচালকগণ দিবা স্বপ্ন দেখছেন: ইশরাক

বিসিবির নিয়োগপ্রাপ্ত পরিচালকগণ দিবা স্বপ্ন দেখছেন: ইশরাক



 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে ক্ষোভ প্রকাশ করছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। 
৬ অক্টোবর (সোমবার) মধ্যরাতে ফেসবুকে পোস্ট করা এক স্ট্যাটাসের মাধ্যমে নির্বাচনে নিয়োগপ্রাপ্ত পরিচালকগণের  বৈধতা ও তাদের পরবর্তী পরিকল্পনাকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বলে সমালোচনা করেছেন।

ইশরাক হোসেন তার পোস্টে বলেন, ‘বিসিবির নিয়োগপ্রাপ্ত পরিচালকগণ দিবা স্বপ্ন দেখছেন। যেখানে কোন নির্বাচনই হয় নাই, যাদের কোন বৈধতা নাই , তাদের স্বল্প মেয়াদী অথবা দীর্ঘ মেয়াদী পরিকল্পনার কথা (সম্পূর্ণ অপ্রাসঙ্গিক)।

আগে আওয়ামী দোষর বসুন্ধরা, গাজী গ্রুপ, বেক্সিমকো গ্রুপ সহ সব গণহত্যাকারী আওয়ামী সরকারের সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

আন্দোলনের বিভিন্ন পর্যায়ে যখন খুনি হাসিনা গণতন্ত্রকামী জনগণের ওপর স্টিম রোলার চালিয়েছে। তখন এই গ্রুপ ও তাদের লোকগুলো ক্রিকেটকে ব্যবহার করে জনগণের টাকায় নাচ গান ফুর্তি করেছে।  
 
ভারতের দালালি করেছে এবং তাদের অশ্লীল সংস্কৃতি মিডিয়াতে প্রচার করেছে। আগে এদেরকে আইনের আওতায় আনা হবে, যারা আজকে এদেরকে বসিয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এরপর স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে একটি সুষ্ঠ বিসিবি নির্বাচন করা হবে। 

এটাই ক্লাব ও জেলা ক্রীড়া সংগঠকদের দাবি।’

বিসিবি সভাপতি হিসেবে আবার নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

গতকাল সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে পরিচালনা পর্ষদের নির্বাচনে ২৫ জন পরিচালক নির্বাচিত হন।

ঠিকানা/এসআর
 

কমেন্ট বক্স