Thikana News
০৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

গালি দেওয়া সেই তরুণীর পক্ষে আদালতে লড়বেন ফজলুর রহমান

গালি দেওয়া সেই তরুণীর পক্ষে আদালতে লড়বেন ফজলুর রহমান ছবি সংগৃহীত



 
বিএনপি থেকে পদ স্থগিত আলোচিত নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান ঘোষণা দিয়েছেন, তিনি হ্যান্ডমাইক হাতে তার নাম ধরে ডাকাডাকি করা এবং কটাক্ষসহ নানা স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া তরুণী ফারজানা তমার পক্ষে আদালতে লড়বেন।

সম্প্রতি গণমাধ্যমকে সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন, ‘যেই মেয়ে আমার বাড়ির সামনে বলছে, ফজু পাগলা গ্রেফতার না হলে যাব না এখান থেকে, সেই মেয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ছে। এখন তাকে আমার ছাড়াতে হবে।’

ফজলুর রহমান বলেন, ‘আমি ওই মেয়েটির পক্ষে কোর্টে দাঁড়াব। আমি ছাড়াব না কেন, এরা তো আমার মেয়ে। এগুলোকে জামায়াত নষ্ট করছে, ঠিক করতে হবে আমার। আমি দেশের ভালো চাই, আমি এদের ভালো করতে চাই।’

ফজলুর রহমান আরও বলেন, ‘জামায়াতের কর্মীরা আমাকে অপমান করেছে, জন্মের পর কোনো রাজনৈতিক দল এমন অপমান করেনি। যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম, তা এখনো বাস্তবায়িত হয়নি। দেশে এখনো মনুষ্যত্ব, বিবেক ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি।’

প্রসঙ্গত, জুলাই মাসে একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে মুক্তিযোদ্ধাদের ‘কালো শক্তি’ বলার কারণে ফজলুর রহমানের বিরুদ্ধে বিতর্ক সৃষ্টি হয়। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়।

সে সময় ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভে অংশ নিয়ে ফারজানা তমা তার নাম ধরে ডাকাডাকি এবং নানা স্লোগান দেয়। ওই তরুণীকে ১২ সেপ্টেম্বর রাজধানীর উত্তরার জসিম উদ্দিন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়। ২১ দিন ধরে সে কারাগারে আছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স