বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালির বার্ষিক বনভোজন ও সাধারণ সভা ১৪ সেপ্টেম্বর রোববার ডেলোয়ারের স্টেট পার্কে অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধের সময় আমেরিকায় যে তিনটি বাংলাদেশি সংগঠন গড়ে উঠেছিল, তার মধ্যে ফিলাডেলফিয়ার অন্যতম সংগঠন হিসেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালি বিশেষ স্থান দখল করে আছে।
বনভোজনে বর্ণিল আয়োজনে আনন্দময় সময় কাটিয়েছেন অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে নারী-পুরুষ ও শিশুদের জন্য ছিল ব্যতিক্রমধর্মী ও আকর্ষণীয় বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা।
সবশেষে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালির সভাপতি ফারহানা আফরোজ পাপিয়া ধন্যবাদ জানান বিএডিভির কার্যনির্বাহী কমিটি, নিবেদিত স্বেচ্ছাসেবক এবং বনভোজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকারী সবাইকে, যারা খেলাধুলা ও কার্যকলাপে অনেক আনন্দ উপভোগ করেছেন। তিনি আরও বলেন, অংশগ্রহণকারীদের উদারতা, সমর্থন এবং উদ্দীপনা সত্যিই দিনটিকে স্মরণীয় করে তুলেছে। সর্বশেষে, তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
ঠিকানা/এসআর


ঠিকানা অনলাইন


