Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিচ্ছে ইসি

৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিচ্ছে ইসি ছবি সংগৃহীত



 
আগামী নির্বাচনকে সামনে রেখে ৭৩টি পর্যবেক্ষক সংস্থাকে প্রাথমিকভাবে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য বেসরকারি সংস্থাগুলোর তালিকা প্রকাশ করে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির জন্য আবেদনকারী প্রতিষ্ঠানগুলোর যাচাই-বাছাই শেষে এ সংক্রান্ত নীতিমালার ৪.৪ (ক) অনুচ্ছেদ অনুযায়ী এই ৭৩টি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

তালিকাভুক্ত ৭৩টি প্রতিষ্ঠানের বিষয়ে কারও কোনো দাবি, আপত্তি বা অভিযোগ থাকলে তা বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে নির্বাচন কমিশনে জানাতে হবে। এই আপত্তি জানানোর শেষ সময় হলো ২০ অক্টোবর।

আপত্তি দাখিলের প্রক্রিয়া

আপত্তিকারীকে তার নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ করতে হবে।

অভিযোগের সপক্ষে উপযুক্ত প্রমাণাদিসহ মোট ছয় সেট আপত্তি দাখিল করতে হবে সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা বরাবর।

আপত্তির শুনানি শেষে নির্বাচন কমিশন তা গ্রহণ বা বাতিল করার বিষয়ে সিদ্ধান্ত দেবে। এ বিষয়ে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স