ইরাকের উত্তরাঞ্চলে দুটি মিনিবাসের সংঘর্ষে অন্তত ১৬ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৩ জন। নিহতদের মধ্যে অধিকাংশই শিয়া জনগোষ্ঠীর এবং ইরানের বাসিন্দা। ২ সেপ্টেম্বর শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে আরও বলা হয়, আরবাইন উপলক্ষে কারবালা শহরে লাখ লাখ মানুষ হাজির হচ্ছে। সেখানে যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে।
ইরাকের রাষ্ট্রীয় সংবামাধ্যম আএনএ জানিয়েছে, দুজাইল ও সামাররা শহরের মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা হয়। সালাহউদ্দিন প্রদেশের স্বাস্থ্য সার্ভিসের পরিচালক খালেদ বুরহান দুর্ঘটনার ব্যাপারে বিস্তারিত জানাননি। তবে মৃতদের অধিকাংশই ইরানের বাসিন্দা বলে নিশ্চিত করেছেন তিনি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
একজন মেডিকেল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, গত শুক্রবার গভীর রাতের কিছু আগে দুটি মিনিবাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, ধারণা করা হচ্ছে একজন চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। তাতেই দুর্ঘটনা ঘটে। অবশ্য তিনি মৃতের সংখ্যা ১৮ জন বলে উল্লেখ করেছেন।
প্রসঙ্গত, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এর শাহাদাতবার্ষিকীকে আরবিতে বলা হয় আরবাইন। পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠানগুলোর একটি হলো এই আরবাইন, যাতে লাখ লাখ শিয়া মুসলমান অংশ নেন।
ঠিকানা/এনআই