দেশের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সবশেষ এই অভিনেত্রীকে দেখা গেছে ‘সুড়ঙ্গ’ সিনেমার আইটেম গানে। আর তার অভিনীত সবশেষ সিনেমা ‘বিবাহ অভিযান ২’। যা নির্মিত হয় কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায়। এছাড়াও তাকে দেখা গেছে গেল ২৭ জুলাই ওটিটি প্লাটফর্মে, ‘পাতালঘর’ সিনেমায়। শোবিজের অনেকেই বলে থাকেন, ফারিয়াকে বাংলাদেশের চেয়ে কলকাতার সিনেমাতেই বেশি দেখা গেছে। আর সেকথা ফারিয়া নিজেও স্বীকার করছেন। এই অভিনেত্রীর জানান, বাংলাদেশের নির্মাতারা তাকে নিয়ে কম ভাবেন।
কেন কম ভাবেন; সেই ব্যাখ্যাও দিলেন তিনি। ফারিয়ার ভাষ্য, ‘বাংলাদেশের নির্মাতারা আমাকে নিয়ে ভাবেন কম। তারা হয়তো মনে করেন, ও আচ্ছা সে খুব সুন্দরী। তাকে মনে হয় ভাঙা যাবে না। আমার মনে হয়, নুর ইমরান মিঠু সেটা করিয়ে দেখিয়েছেন “পাতালঘর”-এ। আমি যে রকম ভালোবাসা এই সিনেমা থেকে পেয়েছি- সেটা আসলেই অন্য রকম।’
এদিকে, ফারিয়ার চলতি বছরের শুরুটা হয়েছে কয়েকটি সিনেমার অতিথি চরিত্রে, ওয়েব ফিল্ম, গান এবং ওয়েব সিরিজ দিয়ে। ফারিয়ার কথায়, ‘পেশাদারিভাবে এ বছরটা আমার জন্য যতটা সুন্দর, পারসোনালি ততটাই স্যাড। কারণ, বছরের শুরুতে জি-ফাইভে “ভয়” প্রকাশিত হয়েছে। কলকাতার প্রেক্ষাগৃহে “বিবাহ অভিযান ২” ছবিটা মুক্তি পেয়েছে। “বুঝি না তো তাই” শিরোনামের গান এসভিএফ থেকে, চরকি থেকে “কলিজা আর জান” আর “আবার প্রলয়” ওয়েব সিরিজে “মেনকা” গান প্রকাশিত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সেপ্টেম্বর মাস চলছে, অলরেডি আমার ছয়টা কনটেন্ট রিলিজ হয়ে গেছে। সামনে আরও আসছে, পুজোতে কলকাতায় মুক্তি পাবে “রকস্টার”। “মুজিব”ও আসবে এ বছরেই। এর বাইরে নতুন আরও একটি গান মুক্তি পাবে। অনেক কিছুই আসছে। এই সময়টা আমি উপভোগ করছি।’
ঠিকানা/এম