Thikana News
০৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

দেশে প্রবাসী আয় বেড়েছে ২৪ শতাংশ

দেশে প্রবাসী আয় বেড়েছে ২৪ শতাংশ ছবি : সংগৃহীত



 
চলতি সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২০৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ২৪ হাজার ৭৭৮ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। এর মধ্যে গতকাল রবিবার এক হাজার ৫৬১ কোটি ৬০ লাখ টাকা পাঠিয়েছেন প্রবাসীরা। আজ ২২ সেপ্টেম্বর (সোমবার) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

মুখপাত্র আরিফ হোসেন বলেন, গত বছরের সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে প্রবাসী আয় এসেছিল ১৬৩ কোটি ৪০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৩৯ কোটি ৭০ লাখ ডলার বা ২৪ দশমিক ৩০ শতাংশ।

অপরদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৬৯৩ কোটি ডলার। গত বছরের ১ জুলাই থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৫৭৭ কোটি ২০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১১৪ কোটি ৮০ লাখ ডলার।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স