Thikana News
০৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

অবশেষে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর

অবশেষে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর



 
বিদেশে চিকিৎসা নিতে নিজে অনাগ্রহ প্রকাশ করলেও শেষ পর্যন্ত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ এবং দলীয় নেতা-কমী ও শুভকাঙ্খীদের অনুরোধে, উন্নত চিকিৎসা নিতে আজ ২২ সেপ্টেম্বর (সোমবার) স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন। 

নুরের সঙ্গে রয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও পিজি হাসপাতালের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।

সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় আহত হন নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী। ঘটনাস্থল থেকে নুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সংগঠনটির নেতাকর্মীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত। পরদিন সকালে নুরের জ্ঞান ফেরে। এরপর দুসপ্তাহের বেশি সময় হাসপাতালে চিকিৎসা নেন তিনি। নুরের উন্নত চিকিৎসার ব্যয় সরকার বহন করবে। 

ঠিকানা/এসআর 
 

কমেন্ট বক্স