Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ মারা গেছেন

সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ মারা গেছেন ছবি : সংগৃহীত



 
সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল প্রায় ৭৭ বছর। আজ ২১ সেপ্টেম্বর (রবিবার) এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

এদিকে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, সাবেক অ্যাটর্নি জেনারেল আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মরহুমের জানাজা আজ বাদ যোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

২০০৮ সালের ২০ জুলাই সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সালাউদ্দিন আহমেদ। 

এর আগে ২০০৭ সালের ১৩ ফেরুয়ারি থেকে তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ১২ জানুয়ারি তিনি পদত্যাগ করেন।  

সালাউদ্দিন আহমেদ ১৯৬৯ সালে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অফ ইকনমিক্স থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি নেন। ১৯৭০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন। তিনি ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন।

তিনি ২০০২ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এর আগে ১৯৮২ সালের ১৮ জুন হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স