Thikana News
২১ সেপ্টেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

চুয়াডাঙ্গায় মাটি খুঁড়তেই বেরিয়ে এল ‘গুপ্তধন’

চুয়াডাঙ্গায় মাটি খুঁড়তেই বেরিয়ে এল ‘গুপ্তধন’ ছবি সংগৃহীত
চুয়াডাঙ্গায় মাটি খুঁড়ে মিলেছে ব্রিটিশ আমলের ১ হাজার ৮৭৬টি রুপার মুদ্রা, যার ওজন প্রায় ২২ কেজি (২১ কেজি ৯০০ গ্রাম) বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে দোকান নির্মাণের জন্য মাটি খুঁড়ছিলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের শহিদুল ইসলাম। হঠাৎ ড্রেজার মেশিনে মাটির হাঁড়িজাতীয় কিছু উঠে আসে। ভেতরে পাওয়া যায় পয়সা। পরীক্ষা-নিরীক্ষার সময় জমে যায় লোকজন। পুলিশ-প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়। নিয়ে আসা হয় যন্ত্র। উপস্থিত লোকজনের চক্ষু তখন চড়কগাছ! এ তো গুপ্তধন! আসলে যা পাওয়া গেছে তা একটা গুপ্তধনের মতোই। সেগুলো ১৮৬৫ থেকে শুরু করে ১৯০২, ১৯০৮ সাল অর্থাৎ ব্রিটিশ আমলের রুপার মুদ্রা। গুনে দেখা যায় ১ হাজার ৮৭৬টি।

স্থানীয় স্বর্ণকারেরা বলেছেন, রুপা হিসেবে একেকটি মুদ্রার দাম ১ হাজার ৫০০ টাকা থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত। এটি হয়তো প্রচলিত মূল্য। কিন্তু ঐতিহাসিক দিক বিবেচনা করলে উদ্ধার হওয়া প্রাচীন মুদ্রার বর্তমান মূল্য আরও কয়েক গুণ বেশি।

স্থানীয়রা জানান, কার্পাসডাঙ্গা বাজারের সাইকেল হাট-সংলগ্ন স্থানে তার নিজের জমিতে দোকানঘর নির্মাণের জন্য মাটি কাটছিলেন শহিদুল ইসলাম। মাটি কাটার একপর্যায়ে ড্রেজার মেশিনে একটি পিতলের কলস উঠে আসে। তখন কলসটিতে গুপ্তধন রয়েছে ভেবে খবর দেওয়া হয় পুলিশে। কলসটি জব্দ করে স্থানীয়দের সামনে খুলে ওজন করে পুলিশ, যার ওজন প্রায় ২১ কেজি ৯০০ গ্রাম।

শহিদুল ইসলামের ছেলে মেহেদি হাসান মানিক বলেন, ‘বাজারের সাইকেল হাট-সংলগ্ন আমাদের জমিতে দোকানঘর নির্মাণ করার জন্য ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছিল। মাটি কাটার সময় প্রায় ৪ ফুট গভীর থেকে মেশিনের সঙ্গে একটি পিতলের কলস উঠে আসে। ওই কলসে কয়েন দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।’

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘ব্রিটিশ আমলের রুপার মুদ্রাগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মুদ্রাগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স