রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিলের দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মেয়েরা হল থেকে মিছিল নিয়ে বেরিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন।
পরে রাত ১১টার দিকে তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। এ সময় তারা উপাচার্যের বাসভবনের গেট ভাঙার চেষ্টা করেন।
এ সময় তারা ‘দালালি না আজাদি, আজাদি আজাদি’, ‘এক-দুই তিন-চার, পোষ্য কোটা নো মোর’, ‘আমার সোনার বাংলায় কোটা প্রথার ঠাঁই নাই,’ ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে’, পোষ্য কোটা কবর দে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, ‘এই প্রশাসন আমাদের রক্তের ওপর দিয়ে প্রশাসনে বসেছে। জুলাইয়ের এক বছর পর আমাদের আবারও কোটার জন্য রাজপথে নামতে হবে ভাবিনি। এই বাংলায় আর কোনো কোটার জায়গা হবে না।’
এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ৬টি মেয়েদের আবাসিক হল থেকে ছোট ছোট মিছিল নিয়ে তারা বের হয়ে আসেন।
ঠিকানা/এনআই