Thikana News
২১ সেপ্টেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

শ্রীলঙ্কার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ ছবি : সংগৃহীত

বহু সমীকরণ পর আফগানিস্তানের সাথে শ্রীলংকার জয়ে এশিয়া কাপে সুপার ফোরের টিকিট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার সুপার ফোরের প্রথম ম্যাচে সেই শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে টাইগাররা। ২০ সেপ্টেম্বর (শনিবার) রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল।

 

শেষ ম্যাচে চার বোলার নিয়ে আফগানদের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। সেটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছে। এই ম্যাচের আগেও আলোচনায় টাইগারদের একাদশ। ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চাইবেন লিটন কুমার দাস। তাই আফগানিস্তানের ম্যাচের একাদশ থেকে বেশকয়েকটি পরিবর্তন আনতে পারে টাইগার ম্যানেজমেন্ট।

গত ম্যাচে ফিফটি করা তানজিদ তামিম দলে থাকবেন অটো চয়েজ হিসেবে। তার সঙ্গে থাকতে পারেন সাইফ হাসান। কারণ, ইমনের বদলি হিসেবে আফগানদের বিপক্ষে ভালোই ব্যাট চালাতে দেখা গেছে তাকে।

 

তিনে দেখা যাবে অধিনায়ক লিটন কুমার দাসকে, চারে তাওহীদ হৃদয় ও পাঁচে থাকবেন জাকের আলী অনিক। তবে আফগানদের বিপক্ষে একাদশে সুযোগ পাওয়া নুরুল হাসান সোহানকে নিয়ে শঙ্কা রয়েছে। কারণ, আফগানদের বিপক্ষে মাত্র দুই পেসার নিয়ে খেলেছিলেন টাইগাররা। তবে লঙ্কানদের বিপক্ষে তিন পেসার নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ। সে ক্ষেত্রে শামীম পাটোয়ারী ও নুরুল হাসান সোহানের যে কাউকে জায়গা হারাতে পারেন।

 

বোলিং বিভাগে একমাত্র লেগ স্পিনার হিসেবে থাকবেন রিশাদ হোসেন। স্পিন এটাকে তার সঙ্গে দেখা যেতে পারে আগের খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হওয়া নাসুম আহমেদকে। লঙ্কানদের বেশির ভাগ ব্যাটার ডান হাতি হওয়ায় বাড়তি সুবিধা পেতে পারেন তিনি।

 

আর পেস এটাকে থাকতে পারে বাংলাদেশের সেরা দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তৃতীয় পেসার হিসেবে দেখা যেতে পারে তানজিম সাকিবকে। এদিকে একাদশে জায়গা পাওয়ার বিষয়ে এগিয়ে রয়েছে পেস অলরাউন্ডার সাইফউদ্দিনও। কিন্তু তাকে দলে নিতে হলে একটি ব্যাটার অথবা মূল বোলারকে বিশ্রামে রাখতে হবে। এমনটি ঘটলে তাকেও একাদশে দেখা যেতে পারেন।

 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

 

ঠিকানা/এএস


কমেন্ট বক্স