Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত হবিগঞ্জের ওসিকে পাঠানো হলো ভারতে

বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত হবিগঞ্জের ওসিকে পাঠানো হলো ভারতে ছবি সংগৃহীত
বিএনপি ও পুলিশের সংঘর্ষে চোখে আঘাতপ্রাপ্ত হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবকে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানো হয়েছে।

১ সেপ্টেম্বর শুক্রবার সকালে তিনি ভারতের চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেন। এরই মধ্যে সেখানে পৌঁছেছেন। তার চোখের অবস্থা সংকটাপন্ন। তিনি ভারতের চেন্নাইয়ে শংকর নেত্রালয়ে চিকিৎসা নেবেন।

পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ব্যক্তিগত উদ্যোগ, সার্বিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে অজয় চন্দ্র দেবকে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানো হয়েছে।

গত ২২ আগস্ট সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অজয় চন্দ্র দেবকে দেখতে যান আইজিপি। এ সময় আইজিপি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।

চিকিৎসার জন্য ওসিকে ভারত পাঠানোর বিষয়ে আইজিপি বলেন, ‘কোনো পুলিশ সদস্য আইনানুগ দায়িত্ব পালনকালে আহত হলে তার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হবে।’

গত ১৯ আগস্ট হবিগঞ্জে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব আহত হন। ২০ আগস্ট তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তার চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তিনি রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স