Thikana News
১৯ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ১৯ অক্টোবর ২০২৪


 

ড. ইউনূসের বিচার বন্ধের দাবির প্রতিবাদ দেশের ১৭১ বিশিষ্ট নাগরিকের

ড. ইউনূসের বিচার বন্ধের দাবির প্রতিবাদ দেশের ১৭১ বিশিষ্ট নাগরিকের শিল্পী হাসেম খান, কার্টুনিস্ট রফিকুন নবী, তারানা হালিম, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, সুবর্ণা মুস্তফা (ওপর থেকে ঘড়ির কাঁটার দিকে)। ছবি : সংগৃহীত


নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিতের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর ১০০ নোবেল বিজয়ীসহ ১৬০ জন বিদেশি বিশিষ্টজনের খোলা চিঠির প্রতিবাদ জানিয়েছেন দেশের ১৭১ বিশিষ্টজন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিসার হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে বাংলাদেশের বিচারপ্রক্রিয়ার ওপর অযাচিত হস্তক্ষেপের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী ও পেশাজীবীদের পক্ষে থেকে ১ সেপ্টেম্বর শুক্রবার গণমাধ্যমে এ বিবৃতি পাঠানো হয়।

নোবেল পুরস্কার বিজয়ী, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সুশীল সমাজের সদস্যের লেখা খোলা চিঠির বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীন বিচার বিভাগের ওপর স্পষ্ট হুমকি হিসেবে মনে করেন এই বিশিষ্টজনেরা। ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আদালতে দায়েরকৃত চলমান মামলাগুলোর বিচার প্রক্রিয়া বন্ধের আহ্বান বিচার প্রক্রিয়ার ওপর অযাচিত হস্তক্ষেপ অভিহিত করে এ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন তারা।

এই খোলা চিঠিতে ‘নিরপেক্ষ’ বিচারকের মাধ্যমে ড. ইউনূসের বিরুদ্ধে আনা অভিযোগ বিচারের যে আহ্বান জানানো হয়েছে, তা বাংলাদেশের বিচারব্যবস্থাকে হেয়প্রতিপন্ন করার শামিল বলে মনে করেন তারা।

ড. মুহাম্মদ ইউনূসের বিচারপ্রক্রিয়া স্থগিতের দাবির প্রতিবাদে বিবৃতি দেওয়া দেশের ১৭১ জন বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী ও পেশাজীবীর মধ্যে রয়েছেন—নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম, সমাজবিজ্ঞানী অধ্যাপক অনুপম সেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, শিল্পী হাসেম খান, কার্টুনিস্ট রফিকুন নবী, আবুল বারক আলভী, লেখক বুলবন ওসমান, অধ্যাপক মাহফুজা খানম, শিল্পী সাহাবুদ্দিন আহমেদ, অধ্যাপক আবুল বারকাত, আব্দুল বায়েস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম, নাসির উদ্দীন ইউসুফ, তারানা হালিম, ফাল্গুনী হামিদ, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, সুবর্ণা মুস্তফা, পীযূষ বন্দোপাধ্যায়, কবি নির্মলেন্দু গুণ, অসীম সাহা, সাবেক বিচারপতি মমতাজউদ্দীন আহমেদ, আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, মুক্তিযোদ্ধা সাজ্জাদ আলী জহির, প্রকৌশলী অধ্যাপক শামীম বাসুনিয়া, কথাশিল্পী সেলিনা হোসেন, অভিনেত্রী লাকী এনাম, কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য, নৃত্যশিল্পী লায়লা হাসান, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্ট্রি মফিদুল হক, সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, অধ্যাপক মেজবাহ কামাল, ডা. কামরুল হাসান খান, মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, মঞ্চসারথী আতাউর রহমান প্রমুখ।

এর আগে একই ধরনের বিবৃতি দেয় ১৩টি সাংস্কৃতিক সংগঠন। সাংস্কৃতিক সংগঠনগুলোর যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের বিচারব্যবস্থা সম্পর্কে বিদেশিদের বিবৃতি অগ্রহণযোগ্য।

যৌথ বিবৃতি দেওয়া ১৩টি জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক ফেডারেশনের মধ্যে রয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ, অভিনয় শিল্পী সংঘ, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ গ্রাম থিয়েটার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। এ ছাড়া পৃথকভাবে একই রকম বিবৃতি পাঠিয়েছে বঙ্গবন্ধু পরিষদ।

গত ২৮ আগস্ট সোমবার নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিতের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর খোলা চিঠি পাঠিয়েছেন ১৬০ জন বিদেশি বিশিষ্টজন। ওই চিঠিতে ১০০ জনেরও বেশি নোবেল বিজয়ীসহ রাজনীতি, কূটনীতি, ব্যবসা, শিল্পকলা ও শিক্ষাক্ষেত্রের ব্যক্তিরা রয়েছেন। তারা লিখেছেন, সম্প্রতি বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি যে হুমকি দেখেছি তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

আমরা বিশ্বাস করি, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া এবং নির্বাচনে প্রশাসন দেশের সব বড় দলের কাছে গ্রহণযোগ্য হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের দুটি জাতীয় নির্বাচনে বৈধতার অভাব ছিল। বর্তমান প্রেক্ষাপটে মানবাধিকারের প্রতি যে হুমকি আমাদের উদ্বিগ্ন করে, তা হলো নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মামলা। আমরা উদ্বিগ্ন যে, সম্প্রতি তাকে টার্গেট করা হয়েছে। এটা ক্রমাগত বিচারিক হয়রানি বলেই আমাদের বিশ্বাস। আমরা বিনীতভাবে অনুরোধ করছি, আপনি অবিলম্বে অধ্যাপক ড. ইউনূসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিত করুন।

এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ড. মুহাম্মদ ইউনূসকে ‘হয়রানি বন্ধের’ আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স