Thikana News
০৫ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

দ্বিতীয় কিস্তিতে ১০ কোটি ডলার ফেরত দিল শ্রীলঙ্কা

দ্বিতীয় কিস্তিতে ১০ কোটি ডলার ফেরত দিল শ্রীলঙ্কা ছবি সংগৃহীত
বাংলাদেশ থেকে নেওয়া ২০০ মিলিয়ন (২০ কোটি) ডলার ঋণের আরও ১০০ মিলিয়ন (১০ কোটি) ডলার ফেরত দিয়েছে শ্রীলঙ্কা। ৩১ আগস্ট বৃহস্পতিবার এ অর্থ ফেরত দেওয়া হয়। ১ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২১ আগস্ট প্রথম কিস্তিতে ৫০ মিলিয়ন ডলার ফেরত দেয় দেশটি।

মেজবাউল হক বলেন, শ্রীলঙ্কা আরও ১০০ মিলিয়ন ডলার ফেরত দিয়েছে। এখন তারা বাকি ৫০ মিলিয়ন ডলার যথাসময়ে ফেরত দেবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ নিজের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২০২১ সালের সেপ্টেম্বরে কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় শ্রীলঙ্কাকে ২০ কোটি বা ২০০ মিলিয়ন ডলার ঋণ দেয়। এক বছরের জন্য নেওয়া এ ঋণ পরিশোধের কথা ছিল গত বছরের সেপ্টেম্বরে। তবে অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কা ঋণ পরিশোধের জন্য সময় চায়। এরপর তিন মাস করে কয়েক দফায় সময় বাড়ানো হয়। সর্বশেষ দেশটিকে ঋণ পরিশোধের জন্য সময় দেওয়া হয় চলতি সেপ্টেম্বর পর্যন্ত।

ঋণচুক্তি অনুযায়ী, বাংলাদেশের ঋণের বিপরীতে লাইবর (বৈশ্বিক সুদহার নির্ধারণের অন্যতম মাপকাঠি লন্ডন ইন্টার ব্যাংক অফারড রেট) হারের সঙ্গে আরও ১ দশমিক ৫ শতাংশ যোগ করে সুদ পরিশোধ করার কথা শ্রীলঙ্কার। সে সুদ শ্রীলঙ্কা নিয়মিত পরিশোধ করছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স