Thikana News
২১ সেপ্টেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি নবায়নের পথে মেসি

ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি নবায়নের পথে মেসি ছবি : সংগৃহীত
লম্বা সময়ের জন্য মায়ামিতেই থাকতে যাচ্ছেন মেসি। আর্জেন্টাইন এই মহাতারকা ও ইন্টার মায়ামির মধ্যে নতুন বহু-বছরের চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে ইএসপিএন। ইএসপিএনের সূত্র জানাচ্ছে, সামান্য কিছু আনুষ্ঠানিকতা শেষ হলেই আর্জেন্টাইন মহাতারকা ক্লাবটির সঙ্গে আবারও কলম ধরবেন। এরপরই নথিটি যাবে মেজর লিগ সকারের (এমএলএস) চূড়ান্ত অনুমোদনের জন্য।

মেসি ও ইন্টার মায়ামি শুরু থেকেই একে অপরের সঙ্গে দীর্ঘমেয়াদে সম্পর্ক বজায় রাখার আগ্রহ প্রকাশ করে আসছিল। ইউরোপ ও অন্য লিগে যাওয়ার গুঞ্জন থাকলেও মায়ামি এবং ক্লাব অধিনায়ক উভয়েই নিশ্চিত করেছিলেন—তাদের মূল লক্ষ্য দক্ষিণ ফ্লোরিডাতেই যাত্রা অব্যাহত রাখা।

২০২৩ সালের ১৫ জুলাই ইন্টার মায়ামির জার্সি গায়ে তোলার পর থেকেই বদলে গেছে ক্লাবের চেহারা। যোগদানের কয়েক সপ্তাহের মধ্যেই দলকে এনে দেন লিগস কাপের শিরোপা। এরপর ২০২৪ মৌসুমে মায়ামিকে প্রথমবারের মতো সাপোর্টার্স’ শিল্ড জিতিয়ে দেন এবং লিগ ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহের রেকর্ডও গড়ে দেন।

২০২৫ মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে মেসির গোল সংখ্যা ২৮, সঙ্গে রয়েছে ১৪টি অ্যাসিস্ট। তিনি এখনো ক্লাবের সর্বোচ্চ গোলদাতা এবং সবচেয়ে বড় ভরসার নাম।

ইন্টার মায়ামির সহমালিক জর্জে মাস আগেই বলেছিলেন, ‘আমরা যেকোনো কিছু করব যাতে মেসি এখানে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং সাউথ ফ্লোরিডাতেই তার ক্যারিয়ার শেষ করেন।’

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স