Thikana News
১৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

বক্সিং তারকা রিকি হ্যাটনের আকস্মিক মৃত্যু

বক্সিং তারকা রিকি হ্যাটনের আকস্মিক মৃত্যু ছবি : সংগৃহীত



 
ব্রিটিশ বক্সিং চ্যাম্পিয়ন রিকি হ্যাটন মারা গেছেন। আজ ১৪ সেপ্টেম্বর (রবিবার) তার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, ৪৩ বছর বয়সী এই অ্যাথলেটের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বক্সিং ছাপিয়ে ফুটবল ও অন্যান্য খেলার অ্যাথলেটরাও তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন। 

পুলিশ জানিয়েছে, গ্রিন ম্যানচেস্টারের হাইডে তার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছেন তারা। এখন পর্যন্ত কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের নিদর্শন পাওয়া যায়নি। আজ রবিবার স্থানীয় সময় ভোর পৌনে সাতটায় তার মরদেহ উদ্ধার করা হয়। 

বক্সিং জগতের অন্যতম জনপ্রিয় তারকা রিকি হ্যাটন। দুইবার ওয়ার্ল্ড টাইটেল আছে তার। একটি লাইট ওয়েলটারওয়েট ও একটি ওয়েলটারওয়েট। ২১ শতকের শুরুর দশকে তিনি বিশ্বের অন্যতম জনপ্রিয় মুষ্টিযোদ্ধা হিসেবে নিজেকে তুলে ধরেন। তার নিকনেম ছিল দ্য হিটম্যান। 

ফ্লয়েড মেওয়েদার ও ম্যানি পাকিয়াওয়ের মতো বক্সারের বিরুদ্ধেও জয় পেয়েছেন তিনি। মেওয়েদারের কাছে হারার আগ পর্যন্ত ৪৩-০ স্ট্রিক রেকর্ডও ছিল রিকির। 

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স