রাজকীয় ক্ষমা চেয়ে আবেদন জমা দিয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা (৭৪)। বৃহস্পতিবার দেশটির বিচার মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম।
থাকসিনের এক প্রতিনিধির কাছ থেকে আবেদনপত্র জমা দেয়ার তথ্য নিশ্চিত হতে চেয়েছিল রয়টার্স। যদিও কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায় সেই প্রতিনিধি।
আগের দিন থাকসিনের আইনজীবী জানিয়েছিলেন, থাকসিন নিজেই আবেদনের প্রস্তুতি নিচ্ছেন। তবে থাকসিনের রাজকীয় ক্ষমা চেয়ে আবেদনের তথ্য এএফপিকে নিশ্চিত করেছেন তত্ত্বাবধায়ক বিচারমন্ত্রী উইসানুর সিনিয়র সহকারী উইসানু ক্রি-এনগাম।
রাজকীয় ক্ষমার অনুরোধ প্রথমে সংশোধন বিভাগের মাধ্যমে বিচারমন্ত্রীর কাছে জমা দিতে হবে। এরপর এটি বিবেচনা করবেন প্রধানমন্ত্রী। বিবেচনার পর প্রধানমন্ত্রীকে অবশ্যই থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের কাছে তা জমা দিতে হবে।
ঠিকানা/এসআর