Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


সিলেট সদরের বনভোজন

সিলেট সদরের বনভোজন



 
সিলেট সদর থানা অ্যাসোসিয়েশন অব আমেরিকার বার্ষিক বনভোজন গত ৭ সেপ্টেম্বর রোববার কুইন্সের এস্টোরিয়া পার্কের মনোরম
পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিপুলসংখ্যক প্রবাসী এতে অংশ নেন। বনভোজনের শুরুতেই বাংলাদেশ এবং আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বনভোজনের আহ্বায়ক দুলাল মিয়া এনামের পরিচালনায় শুরুতে সংগঠনের সভাপতি আর. সি টিটো শুভেচ্ছা বক্তব্যে অতিথিদের স্বাগত জানান। পরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আড্ডা,আলাপচারিতা আর শুভেচ্ছা বিনিময়ে দিনব্যাপী প্রবাসীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে এস্টোরিয়া পার্কের সবুজ চত্বর। নতুন প্রজন্মের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। বাচ্চাদের খেলাধুলা, র‍্যাফেল ড্র,বড়দের মিউজিক্যাল চেয়ার, দুপুরের লাঞ্চ, সংগীত পরিবেশন চলে দিনভর। প্রবাসের জনপ্রিয় কন্ঠশিল্পী শাহ মাহবুব আর কৃষ্ণা তিথির পরিবেশনা ছিলো বনভোজনের অন‍্যতম আকর্ষণ। সিলেট সদরের পরিচিত মুখ এজাজ আলমের পারফরম্যান্সও ছিল দুর্দান্ত। অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম,মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মোঃ আলী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মইনুল ইসলাম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী, নুরুল ইসলাম, কম‍্যুনিটি ব‍্যক্তিত্ব মোদাসসের আহমদ মছনু, শাহিন আজমল, আসিফ চৌধুরী, সংগঠনের সাবেক উপদেষ্টা আলতাফ আহমদ, ট্রাস্টি কল্লোল আহমদ, সংগঠনের সাবেক সভাপতি ইয়ামিন রশীদ, শাহাবুদ্দিন, আব্দুল মালেক খান লায়েক, মাহবুব রহমান, মেহবুব আহমদ, মামুন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক দুরুদ মিয়া রনেল, জয় দে, বর্তমান কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক রাজিব খান, সহ সভাপতি শাকিল আবু নোমান, জয়ন্ত কুমার, সহ সাধারণ সম্পাদক আতাউল হাকিম হাসান, সাংগঠনিক সম্পাদক তালহা রাব্বি, কোষাধ্যক্ষ আব্দুল হাফিজ আব্দার,সংস্কৃতি সম্পাদক তানভীর চৌধুরী, ক্রীড়া সম্পাদক জুবের আহমদ, মহিলা সম্পাদিকা ফাহমিদা বেগম শাম্মা, সহ মহিলা সম্পাদিকা ফাতেমা চৌধুরী, সদস্য দিলদার হোসেন প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর সকলকে আবারও সিলেট সদর থানা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি আর. সি টিটো বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন।

কমেন্ট বক্স