হেফাজতে ইসলাম বাংলাদেশের ৫৩ সদস্যের উপদেষ্টা পরিষদ ও ২১১ সদস্যের কেন্দ্রীয় কার্যকরী কমিটির অনুমোদন দিয়েছেন সংগঠনটির আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী। নতুন কমিটিতে হেফাজতের পুরোনো নেতাদেরই বেশি সংখ্যায় রাখা হয়েছে।
এর আগে ৫ আগস্ট অনুষ্ঠিত হেফাজতের কেন্দ্রীয় কমিটির বৈঠকে সংগঠনের মহাসচিব সাজিদুর রহমানের নেতৃত্বে ১২ সদস্যবিশিষ্ট সাবকমিটি করা হয়। হেফাজতের আগের কমিটি ও বর্তমান কমিটির সমন্বয়ে একটি খসড়া কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের।
৩১ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় হেফাজতের প্রচার সম্পাদক মুফতী কেফায়াতুল্লাহ আজহারী বলেন, সকালে মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানের নেতৃত্বে সাবকমিটির সদস্যবৃন্দ আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর নিকট চট্টগ্রামস্থ বাবুনগর মাদরাসায় গিয়ে কেন্দ্রীয় কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদের তালিকা জমা দেন। এ সময় আমির দুই কমিটির অনুমোদন দেন।
এ সময় সাবকমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি জসীমুদ্দীন, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা মীর ইদরীস, মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী প্রমুখ।
কেফায়েতুল্লাহ আজহারী বলেন, বৈঠকে আমিরে হেফাজত মাওলানা মামুনুল হকসহ সকল কারাবন্দী আলেমের দ্রুত মুক্তি, ২০১৩ সাল হতে হেফাজত নেতৃবৃন্দের নামে হওয়া সকল মামলা অবিলম্বে প্রত্যাহারের জন্য সরকারের নিকট জোর দাবি জানানো হয়। এ ছাড়া মুক্তিপ্রাপ্ত নেতৃবৃন্দের মামলার হাজিরাকেন্দ্রিক হয়রানির ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে তা বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের নিকট আহ্বান জানানো হয়।
ঠিকানা/এনআই
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
