Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫





 

বিশ্বমঞ্চে অনিক খান!

পারফর্ম করলেন কালারস স্টুডিওতে
বিশ্বমঞ্চে অনিক খান!





 
কুইন্স, নিউইয়র্ক : ইতিহাস তৈরি হলো। কুইন্সে বেড়ে ওঠা বাংলাদেশি-আমেরিকান র‍্যাপার অনিক খান ইউটিউবের অন্যতম প্রভাবশালী গ্লোবাল মিউজিক প্ল্যাটফর্ম COLORS Studio-তে পারফর্ম করলেন।
কালারস স্টুডিও এমন এক মঞ্চ যেখানে বিলি আইলিশ, জর্জা স্মিথ, বার্না বয়ের মতো বিশ্বখ্যাত শিল্পীরা পারফর্ম করেছেন। সেখানে অনিক খানের উপস্থিতি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি অভিবাসী এবং দক্ষিণ এশীয় সম্প্রদায়ের জন্য এক বিশাল মুহূর্ত।
কালারস স্টুডিও অভিষেকে অনিক খান পরিবেশন করেছেন “Infinite NETIC” (ft. Netic) গানটি, যা তার নতুন সেল্ফ-টাইটেলড অ্যালবাম Onēk-এর অন্যতম উল্লেখযোগ্য ট্র্যাক। পরিবেশনায় ফুটে উঠেছে তার অনন্য র‍্যাপ স্টাইল, অভিবাসী জীবনের গল্প এবং সাংস্কৃতিক গর্ব।

দীর্ঘদিন ধরে অনিক খান সঙ্গীত জগতে নিজের অবস্থান গড়ে তুলেছেন, যেখানে তিনি কুইন্সের বৈচিত্র্যময় সংস্কৃতিকে এবং অভিবাসী জীবনের অভিজ্ঞতাকে তার গানের মাধ্যমে তুলে ধরেন। এবার  কালারস স্টুডিওতে তার উপস্থিতি প্রমাণ করল যে, তিনি শুধু একজন উদীয়মান আমেরিকান হিপহপ তারকা নন, বরং একজন গ্লোবাল কণ্ঠস্বর যিনি বাংলাদেশি সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরছেন।

একজন ভক্ত লিখেছেন, “এটি শুধু সঙ্গীত নয়, এটি পরিচয়, সংস্কৃতি এবং দৃশ্যমানতার ব্যাপার। অনিক বাংলাদেশকে বিশ্বের মঞ্চে তুলে ধরছে।”

তার নতুন অ্যালবাম Onēk এবং এই কলারস সাফল্যের মাধ্যমে অনিক খান প্রমাণ করলেন, বাংলাদেশি কণ্ঠস্বরও বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ আসনে আসীন হতে পারে। দেশ-বিদেশের সব বাংলাদেশি সম্প্রদায়ের জন্য এটি এক গর্বের মুহূর্ত: আমাদের কণ্ঠস্বর আছে, এবং সেই কণ্ঠস্বর বিশ্বকে ছুঁতে পারে। 

এর পূর্বে বাংলাদেশি হিসেবে কালারস স্টুডিওতে পারফর্ম করেছিলেন জয় ক্রক্স। 

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স