Thikana News
২১ সেপ্টেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

নেপালের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী মারা যাননি

নেপালের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী মারা যাননি ছবি সংগৃহীত
কাঠমান্ডুতে বিক্ষোভকারীদের আগুনে গুরুতর আহত হয়েছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর, তবে তার মৃত্যুর খবরটি সঠিক নয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দেশটির বিভিন্ন গণমাধ্যম সংশোধিত তথ্যে এই খবর নিশ্চিত করেছে।

এর আগে মঙ্গলবার নেপালের গণমাধ্যমগুলোতে রাজ্যলক্ষ্মী চিত্রকরের মৃত্যুর খবর প্রচারিত হয়েছিল, যা আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমেও ছড়িয়ে পড়ে। তবে নতুন তথ্যে জানানো হয়েছে যে তিনি বেঁচে আছেন, কিন্তু শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা এখনো আশঙ্কাজনক।

জানা যায়, গত মঙ্গলবার কাঠমান্ডুতে সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের বাড়িতে বিক্ষোভকারীরা আগুন দেয়। ওই সময় বাড়ির ভেতরে আটকা পড়ে অগ্নিদগ্ধ হন রাজ্যলক্ষ্মী চিত্রকর। সূত্র : টেলিগ্রাম ইন্ডিয়া

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স