Thikana News
১৯ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

যত দ্রুত সম্ভব সঙ্কট নিরসনের চেষ্টা করছি : নেপালের প্রেসিডেন্ট

যত দ্রুত সম্ভব সঙ্কট নিরসনের চেষ্টা করছি : নেপালের প্রেসিডেন্ট ছবি : সংগৃহীত



 
নেপালে চলতি সপ্তাহের প্রাণঘাতী বিক্ষোভ ও পার্লামেন্ট ভবনে আগুন দেওয়ার ঘটনায় সৃষ্ট সংকট দ্রুত নিরসনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, আমি পরামর্শ দিচ্ছি এবং দেশের বর্তমান কঠিন পরিস্থিতির সাংবিধানিক সমাধান বের করার সর্বোচ্চ চেষ্টা করছি। আন্দোলনরত নাগরিকদের দাবিগুলো পূরণের জন্য যত দ্রুত সম্ভব সমাধান খুঁজে বের করা হবে।

৭৩ বছর বয়সী প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি মঙ্গলবার বিক্ষোভের মুখে পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট পাউদেলকে সংসদের সবচেয়ে বড় দলের নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে হবে।

সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল জানিয়েছে, সেনাবাহিনী গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের এবং ‘জেনারেশন জেড’-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে। দেশটিতে কারফিউ জারি করা হয়েছে।

প্রেসিডেন্ট পাউদেল নেপালি জনগণকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স