Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচন : ইতিহাস সৃষ্টির অপেক্ষায় সোহেল আহমদ

আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচন : ইতিহাস সৃষ্টির অপেক্ষায় সোহেল আহমদ



 
নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে কাউন্সিল অ্যাট লার্জ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান সোহেল আহমদ।

আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের মনোনীত প্রার্থী হিসেবে মেয়র প‍্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসাবে এই নির্বাচনে জয় পেয়ে ইতিহাস সৃষ্টির অপেক্ষায় আছেন তিনি।

বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম এম এ গনির পুত্র সোহেল আহমদ বর্তমানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যাটলান্টিক কাউন্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছেÑ সিটি হলে নতুন নেতৃত্ব আনয়ন, নিরাপদ এবং পরিস্কার-পরিচ্ছন্ন রাস্তা-ঘাট, কর হ্রাস, নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদি।

সিটি কাউন্সিল অ্যাট লার্জ নির্বাচনে সোহেল আহমদকে বিজয়ী করার লক্ষ্যে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি নির্বাচন পরিচালনা কমিটি তার পক্ষে প্রচারাভিযান চালিয়ে যাচ্ছে। তারা গত জুন মাসের প্রাইমারি নির্বাচনের মতো আগামী নভেম্বর মাসের চূড়ান্ত নির্বাচনেও তাকেসহ মেয়র প‍্যানেলের সব প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। সোহেল আহমদ নিজেও নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে বেশ আশাবাদী।

আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে কাউন্সিল অ্যাট লার্জ পদে সোহেল আহমদের বিজয় দেখার অপেক্ষায় প্রতীক্ষার প্রহর গুণছেন আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশিরা।

এদিকে আসন্ন আটলান্টিক সিটি কাউন্সিলের নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতাকারী মেয়র মার্টি স্মল ও তার প‍্যানেলের সমর্থনে ১০ সেপ্টেম্বর মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এই আয়োজন স্থানীয় বাংলাদেশ কমিউনিটি সেন্টারে ওইদিন সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সিটির মেয়র মার্টি স্মল, কাউন্সিল অ্যাট লার্জ প্রার্থী স্টিফেনি মার্শাল, প্যাট্রিসিয়া বেইলি, সোহেল আহমেদ ও স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ক‍্যাশওয়ান ম‍্যাকেনলে, হলিশা ব্রিজার্স ও সুব্রত চৌধুরী উপস্থিত থাকবেন।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স