Thikana News
০৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

ডাকসুতে সব প্যানেলের ভোট কারচুপির অভিযোগ নির্বাচনকে কালিমালিপ্ত করেছে : ড. রিপন

ডাকসুতে সব প্যানেলের ভোট কারচুপির অভিযোগ নির্বাচনকে কালিমালিপ্ত করেছে : ড. রিপন



 
সর্বদলীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কালিমালিপ্ত করে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন অথবা জাতীয় রাজনীতিতে ডাকসু নির্বাচনের কোন প্রভাব পড়ার সম্ভাবনা নেই।

আজ ১০ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় দিঘিরপাড় বাজার এলাকায় পদ্মা নদীর ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে স্থানীয়দের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় আসাদুজ্জামান রিপন বলেন, ডাকসুর নির্বাচনে আগে যারা পরাজিত হতো তারা শুধু অভিযোগ করতো। তবে এবার যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন সব প্যানেল ভোট কারচুপির অভিযোগ করেছেন। এমনকি যারা জয়ী হয়েছেন সেই ছাত্রশিবিরও নির্বাচন শেষ হওয়ার আগে ভোট কারচুপির অভিযোগ করেছে। এতে ডাকসুতে সব প্যানেলের ভোট কারচুপির অভিযোগ নির্বাচনকে কালিমালিপ্ত করেছে।

তিনি আরও বলেন, ডাকসু, জাকসু, চাকসু, রাকসু এসব নির্বাচনের ফলাফল কোনভাবেই জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। জাতীয় নির্বাচনের কার্যক্রম পুরো দমে শুরু হয়ে গেছে। এ নির্বাচনে কোন রকম অনিয়মের সুযোগ দেয়া হবে না।

তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনে যেসব অনিয়মের অভিযোগ উঠেছে তা গুরুত্ব সহকারে দেখেছে বিএনপি ফলে আগামী জাতীয় নির্বাচনে সেটি মাথায় রেখেই প্রস্তুতি নেয়া হচ্ছে।

এদিকে, মুন্সিগঞ্জের পদ্মা ও মেঘনায় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা বিএনপির দুর্বৃত্ত বলে মন্তব্য করে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও অবৈধ বালু উত্তোলন নদী ভাঙনের অন্যতম কারণ। ফলে বিএনপি'র কোন নেতাকর্মীর অপকর্মের দায় দল গ্রহণ করবে না। এ সময় ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডসহ স্থানীয় সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণের তাগিদ দেয়া হয় কর্মসূচি থেকে।

মুন্সিগঞ্জের সদর, টঙ্গিবাড়ী ও লৌহজংয়ের নদীভাঙনের কারণ হিসেবে বিএনপি নেতাদের অবৈধভাবে বালু উত্তোল এবং ভাঙন প্রতিরোধ ব্যবস্থার বিষয়ে বিএনপি এ নেতা আরও বলেন, আমরা নদী ভাঙন নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। টঙ্গীবাড়ি এবং লৌহজং এ দুটি উপজেলা সবচেয়ে বেশি নদী ভাঙন প্রবন। নদী ভাঙনের ফলে ইতিমধ্যে লৌহজংয়ের তিনটি ইউনিয়ন সম্পূর্ণ নদীতে বিলীন হয়ে গেছে।

তিনি আরও বলেন, টঙ্গিবাড়ীতে অনেক এলাকা নদীতে বিলীন হয়েছে। এ নদী ভাঙন হচ্ছে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু লুট এবং প্রাকৃতিক কারণে। যারা দলের ট্যাগ লাগিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে,তাঁরা যত বড় মাপের নেতা হোক না কেনো তাদেরকে কোন ছাড় দেয়া হবে না। বিষয়টি নিয়ে দলের কঠোর হুঁশিয়ারি রয়েছে।

জেলার বিভিন্নস্থানে নদী ভাঙন কবলিত এলাকায় নদী ভাঙন রোধ, নদী শাসন ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পূনর্বাসনের দাবিতে দিঘিরপাড় বাজারে স্থানীয় বিএনপি ও এলাকাবাসীর আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান বক্তার বক্তব্যে তিনি আরও বলেন,পদ্মা- মেঘনায় অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে এর প্রভাব পড়ছে নদী ভাঙন এলাকায়।ফলে,দ্রুত সময়ে নদী তার সংরক্ষণে টেকসই স্থায়ী বাঁধ নির্মাণ কাজ সমাপ্ত করার দাবি জানান।

মানববন্ধ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক শাহ আলম হোসেন, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অলি উল্লাহ খান, ইউনিয়নটির বর্তমান সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমানসহ ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা ও স্থানীয় এলাকাবাসী।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স