নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন চার বাংলাদেশি আমেরিকান পুলিশ কর্মকর্তা। তারা হলেন শেখ মইন, তামিম চৌধুরী, মোহাম্মদ রহমান ও নরেশ পাল।
২৫ আগস্ট কুইন্স কলেজ পয়েন্ট পুলিশ একাডেমি মিলনায়তনে পুলিশ বিভাগে কর্মরত বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তাদের প্রমোশন ইভেন্ট অনুষ্ঠিত হয়। এনওয়াইপিডির পুলিশ কর্মকর্তা অ্যাওয়ার্ড এ কাবান নতুন পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন। এর মধ্যে সার্জেন্ট, লেফটেন্যান্ট, ডেপুটি কমিশনার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পরিবারের সদস্যসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চার বাংলাদেশি আমেরিকান সার্জেন্ট পদে পদোন্নতি পাওয়ায় নিউইয়র্ক বাংলাদেশি পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) তাদের অভিনন্দন জানিয়েছে।
উল্লেখ্য, শেখ মইন বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ। তিনি ব্রঙ্কস কাউন্টি কমিউনিটি বোর্ড-১ এর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট শাহজাহান শেখ ও মরিয়ম শেখের কনিষ্ঠ ছেলে। শাহজাহান শেখ তার ছেলের জন্য সকল প্রবাসী বাংলাদেশির কাছে দোয়া চেয়েছেন। শাহজাহান শেখের তিন ছেলে। তারা সবাই নিজ নিজ ক্ষেত্রে ভালো অবস্থানে আছেন এবং অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
শাহজাহান শেখ জানান, শেখ মইন ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী। তিনি চেয়েছিলেন লেখাপড়া শেষ করে ল’ অ্যান্ড ফোর্সমেন্টে কাজে যোগ দেবেন। সে হিসেবে তিনি জন জে কলেজ থেকে পড়ালেখা করেন। তবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর তিনি পুলিশে যোগ দেন। তিনি বলেন, ছেলের জন্য আমি গর্বিত। শেখ মইনের বর্তমান কর্মস্থল ব্রঙ্কসে।