Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

হাসপাতালে বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ

হাসপাতালে বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ
যুক্তরাষ্ট্রে ঢাকাই সিনেমার অন্যতম পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ হঠাৎ অসুস্থ হয়ে ক্যালিফোর্নিয়ার ওয়াশিংটন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা প্রথমে হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে অনুমান করলেও পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, হঠাৎ খাদ্যাভাস পরিবর্তন এবং ডায়েট করার কারণে তিনি অসুস্থ হয়েছেন। 
জানা গেছে, ২৭ আগস্ট রোববার বিকালে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রাজ হামিদ। আড্ডার একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। শরীরে খিঁচুনি দেখা দেয়। স্ত্রী নওশাবা রুবনা রশীদ ও অন্য বন্ধুরা সঙ্গে সঙ্গে ৯১১-এ কল করেন। অ্যাম্বুলেন্স এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। 
রাজ হামিদ ধারণা করেছিলেন, হয়তো তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এ ব্যাপারে তিনি হাসপাতালের বিছানায় শুয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন। এর কয়েকঘণ্টা পরে তার স্ত্রী এবং বায়োস্কোপ ফিল্মসের অন্যতম পরিচালক নওশাবা রুবনা রশীদ ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, সবার দোয়ায় রাজ হামিদ এখন ভালো আছেন। তার হার্ট অ্যাটাক হয়নি। তার হার্টে কোনো ব্লকও ধরা পড়েনি। তবে হৃদস্পন্দন কমে যাওয়ায় চিকিৎসকেরা ২৮ আগস্ট সোমবার বিকালে তার শরীরে পেসমেকার স্থাপন করেন, যেটি সফলভাবে সম্পন্ন হয়েছে। 
রাজ হামিদের সুস্থতায় পরিবারের সদস্যরা দোয়া চেয়েছেন। 
উল্লেখ্য, বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বাংলাদেশের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী, বর্তমানে রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিমের ভাই। বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় যুক্তরাষ্ট্রে ঢাকাই চলচিত্রের প্রায় দুই ডজন সিনেমা যুক্তরাষ্ট্রের শতাধিক হলে মুক্তি পেয়েছে এবং ভালো ব্যবসা করেছে। 

কমেন্ট বক্স