Thikana News
০৯ সেপ্টেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

নুরের সুস্থ হতে আরো কয়েক সপ্তাহ লাগবে : ঢামেক পরিচালক

নুরের সুস্থ হতে আরো কয়েক সপ্তাহ লাগবে : ঢামেক পরিচালক ছবি : সংগৃহীত
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুস্থ হতে আরো কয়েক সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তবে পরিবার চাইলে কয়েকদিন পর তাকে বাসায় নিয়ে যেতে পারবে বলে জানান তিনি। ৮ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে ঢামেক হাসপাতালে নিজ কার্যালয়ে নুরের সর্বশেষ শারীরিক অবস্থা সাংবাদিকদের জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢামেক পরিচালক বলেন, ‘নুরুল হক নুরের নাকের হাড় ভাঙায় মাঝেমধ্যে রক্তপাত হচ্ছে, যা সেরে উঠতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে।

মাথায় আঘাতের ঘটনায় শর্ট মেমোরি লস হয়নি। এ ধরনের ইনজুরির কারণে মেমোরি লস হওয়ার সম্ভাবনাও নেই।’
তিনি আরো জানান, নুরের জ্বর ও ঠাণ্ডার উপসর্গ থাকায় স্যাম্পল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এটি ডেঙ্গু না ভাইরাস জ্বর তা রিপোর্ট এলে জানা যাবে।

জ্বর না থাকলে নুর এখন শারীরিক দিক বিবেচনায় বাসায় ফিরতে পারবেন। নুরের পরিবার চাইলে তাকে বিদেশেও নিতে পারে বলে জানান তিনি।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স