Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


ট্রায়ালে সফল রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন

ট্রায়ালে সফল রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন ছবি : সংগৃহীত



 
মরণব্যধি ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে তৈরি ভ্যাকসিন ট্রায়ালে সফল হয়েছে রাশিয়া। রাশিয়ার বিজ্ঞানীদের তৈরি করা এই টিকা সফল হয়েছে বলে জানিয়েছেন দেশটির ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির (এফএমবিএ) প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা ইস্টার্ন। তিনি বলেন, এই টিকা এখন সব রোগীর ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত।  

রুশ বার্তা সংস্থা আরটিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নতুন এই ভ্যাকসিনের নাম এন্টারোমিক্স। এটি তৈরি হয়েছে এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে। এ প্রযুক্তির মাধ্যমে কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি করা হয়েছিল। 

বিজ্ঞানীরা জানান, নতুন এই ভ্যাকসিন দুর্বল ভাইরাস ব্যবহারের পরিবর্তে মানব শরীরের কোষগুলোকে প্রোটিন তৈরিতে প্রশিক্ষণ দেয়। এরপর শরীর এমন প্রোটিন তৈরি করে যা ক্যানসার কোষগুলোকে আক্রমণ করে।

তাদের দাবি, ভ্যাকসিনটি তিন বছরের প্রাক-ক্লিনিকাল পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। পরীক্ষায় দেখা গেছে, বারবার ডোজ দেওয়ার পরেও এটি সম্পূর্ণ নিরাপদ। পরীক্ষা ফলে দেখা যাচ্ছে, কিছু ক্ষেত্রে ক্যানসারের ধরনের ওপর নির্ভর করে টিউমারের আকার ৬০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছোট হয়েছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স