Thikana News
০১ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০১ নভেম্বর ২০২৫





 

গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জানাল জাপা

গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জানাল জাপা ছবি সংগৃহীত





 
সন্ত্রাসবিরোধী আইনে গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, আমরা মনে করি, এই দলটি রাজনীতি করার অধিকার হারিয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন দলের একাংশের মহাসচিব ও সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী।

তিনি বলেন, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আজ আমাদের পার্টি অফিসে হামলা চালিয়েছে। এভাবে মব চলতে পারে না, এভাবে একটি দেশ চলতে পারে না।

সরকারের সমালোচনা করে জাপার সাবেক সংসদ সদস্য বলেন, বিগত সময়ে আমরা দেখেছি, যারা মব করতে এসেছিল, তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। যারা মবের ভিকটিম হচ্ছে, তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, তাদের অ্যারেস্ট করা হচ্ছে। আমরা এ অবস্থার পরিত্রাণ চাই।

এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার না করলে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, হামলার বিষয়ে পুলিশের অবস্থান যথেষ্ট ছিল, তবে সেনাবাহিনী না থাকলে পুলিশ একা এই মবকে নিয়ন্ত্রণ করতে পারে না, তাই সেনাবাহিনী প্রয়োজন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স