আওয়ামী লীগ দেশের অর্থনীতি ধ্বংস করে হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, মধ্যম পন্থায় বিএনপি রাজনীতি করে। ৫ সেপ্টেম্বর (শুক্রবার) বিকালে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকীতে তিনি এ মন্তব্য করেন। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলেও জানান স্থায়ী কমিটির এ সদস্য।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশাজীবীর নাগরিকগণ।
ঠিকানা/এএস