দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬৩ জন। চলতি বছর এখন পর্যন্ত ১৩০ জনের মৃত্যু হয়েছে এই মশাবাহিত রোগে। আজ ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ৩৬৩ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫০ জন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছেন ৫৬ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৬ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ জন রোগী।
এ ছাড়া খুলনায় ১৬ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ১৬ জন এবং সিলেট বিভাগে ১ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঠিকানা/এএস